
প্রকৃতি পর্যবেক্ষণ কর্মসূচী

মহাবিশ্বে অসংখ্য গ্রহদের মধ্যে পৃথিবী অন্যতম যার মূল কারণ এই নীল গ্রহে প্রাণের উৎপত্তি লাভ করেছে আর সেই জীবকূলে বিবর্তনের ধারায় আমরা মানব প্রজাতি সবচেয়ে উন্নত। সৃষ্টির আদিকাল থেকেই প্রকৃতি তার অপরুপ ক্রিয়াকৌশল ও নির্বাচনের মাধ্যমে জন্ম দিয়েছে একেরর পর এক অভিনব প্রজাতির যা মূলত দুটি ধারায় - উদ্ভিদ ও প্রানী রুপে প্রতিনিয়ত নিয়োজিত রয়েছে নিজেদের উন্নত থেকে উন্নততর করে তুলতে। যার ফলস্বরূপ আজ পৃথিবীর জীবকুল হয়ে উঠেছে এক বিচিত্র প্রাণের সমাহার, সৃষ্টি হয়েছে অসংখ্য প্রানী ও উদ্ভিদ আর তাদের সম্পর্কে আমাদের অগুনতি কৌতুহল।
তবে আমরা মানুষ প্রকৃতিতে বিবর্তনের ধারায় উৎপত্তি লাভ করলেও আদিম বন্য জীবনকে সভ্যতার উন্নততর জীবনে পরিনত করতে গিয়ে, হয়ে পড়েছি নগরকেন্দ্রিক। আজ আমাদের আশেপাশের বিভিন্ন প্রাণী ও গাছপালা সম্পর্কে আমাদের কৌতুহলকে আমরা অনেক প্রশমিত করে ফেলেছি, যার ফলে আমরা এই বিচিত্র জগতের এক অদ্ভুত পরিতৃপ্তি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছি পাশাপাশি আমরা নিজেদের জানা অজানা বিভিন্ন কাজের মাধ্যমে এই জীবকুলের বহু সদস্য-এর অস্তিত্বকে সংকট-এর মুখে ঠেলে দিচ্ছি।
এমতাবস্থায় MURSHIDABAD WILDLIFE FEDERATION আয়োজন করে চলেছে আমাদের এই আশেপাশের প্রকৃতির মাঝে কয়েক ঘন্টার 'প্রকৃতি পর্যবেক্ষণ' কর্মসূচি। এই কয়েক ঘন্টায় আসুন আমরা উপভোগ করি আমাদের আশেপাশের এই বিচিত্র প্রানী ও উদ্ভিদ জগতকে আর পাশাপাশি দৃড় প্রত্যয়ি হই তাদের সুস্থ ও সংরক্ষিত রাখতে। *আমাদের সংগঠনের বিভিন্ন সদস্য এই কর্মসূচিতে আপনাদের সাথে থাকবে বিভিন্ন পাখি, প্রজাপতি, ফড়িং, গাছপালা প্রজাতি চিনে নিতে*
*আমাদের এই কর্মসূচি চলাকালীন, প্রকৃতির নিজস্ব ধারা যাতে বিঘ্নিত না হয় তাই এই কর্মসূচি সীমিত সংখ্যক ব্যাক্তিবিশেষ নিয়ে করা হয়। তবে আমরা বারবার ফিরে আসব এই কর্মসূচি নিয়ে, আপনাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার বন্যপ্রাণের মাঝে সরাসরি পৌঁছে দিতে*

JULY 2020
আমাদের সংগঠন MURSHIDABAD WILDLIFE FEDERATION এর পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বহরমপুর শহর ও তার আশে পাশে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা এই পরিবেশ কল্যাণকামী সংগঠনের সদস্য - সদস্যা হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি অঙ্গীকার বদ্ধ। ২০২০-এর ১৪ই জুলাই হইতে ২০শে জুলাই, পুরো সপ্তাহ ব্যাপী বহরমপুর শহর ও তার পারিপার্শ্বিক বিভিন্ন স্থানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচী করেছিলাম। শুধু তাই নয়, আমরা ঐ সমস্ত চারা গাছের যথাযথ রক্ষনাবেক্ষণ এর উদ্দেশ্যে বেড়া দিয়ে সুরক্ষা প্রদান করেছি, যাতে প্রতিটি গাছ তাদের পরিপূর্ণ রূপ প্রকাশ করতে পারে।