
TOTAL VISITOR
Tree Plantation Event July 2020
celebrating Aranya Saptaho.........
আগামী প্রজন্মের স্বার্থে, প্রকৃতিকে তার ক্রমশ হ্রাসমান চিরসবুজ তারুণ্য ফিরিয়ে দেওয়ার মহান উদ্দেশ্য নিয়ে, সবুজ-রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন করতে প্রতি বছর ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই দেশ জুড়ে 'অরণ্য-সপ্তাহ' পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের রাজ্যে "বনমহোৎসব" নামে খ্যাত এই মহৎ কর্মসূচি পালনের অঙ্গীকার নিয়েছিল আমাদের সংগঠন MURSHIDABAD WILDLIFE FEDERATION.
প্রকৃতির সবুজায়ন এর উদ্দেশ্যে, অরণ্য সপ্তাহ উপলক্ষে বহরমপুর শহর ও তার আশে পাশে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। পূর্ব পরিকল্পনা মাফিক যথাযথ প্রশাসনিক অনুমতি গ্রহণ করে ও বর্তমান Covid-19 মোকাবিলার বিধিনিষেধ মেনে চলে, আমরা এই পরিবেশ কল্যাণকামী সংগঠনের পক্ষ থেকে গত ১৬ই জুলাই রাধারঘাট সংলগ্ন এলাকায় সর্বমোট ১৭টি গাছ লাগায় ও বেড়াজাল দিয়ে তার সুরক্ষা প্রদান এর ব্যবস্থা গ্রহণ করেছিল।
১৪ই জুলাই থেকে ২০শে জুলাই 'অরণ্য-সপ্তাহ' উপলক্ষে আমাদের সংস্থা Murshidabad Wildlife Federation এর পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি গৃহীত হয়েছিল। উক্ত সময়ের মধ্যে একদিন আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করি এবং রাধার ঘাট ও গোপাল ঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথীর নদীর তীরে ১৭ টি চারাগাছ লাগানো হয়।
কিন্তু Covid-19 মোকাবিলার বিধিনিষেধকে মান্যতা দিয়ে আমাদের কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছিল। পূর্বের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপযুক্ত সময় হোম কোয়ারেন্টিন এ থেকে পুনরায়, ৪ঠা আগস্ট, লালবাগের নবাব বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রাঙ্গণে সর্ব মোট ১৭টি চারাগাছ লাগায় ও পূর্বের ন্যায় বেড়াজাল দিয়ে সুরক্ষা প্রদান করা হয়।
আমাদের এই কর্মসূচিতে বেশ কয়েকজন স্থানীয় পরিবেশ প্রেমী বন্ধুদের সক্রিয় সাহায্য পেয়েছি, যাদের সাহায্য আমাদের অতিরিক্ত প্রেরণা প্রদান করেছে। আমরা এই সংস্থার পক্ষ থেকে তাদের প্রতি চির কৃতজ্ঞ। আমরা তাদের কেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
১৪ই জুলাই থেকে ২০শে জুলাই 'অরণ্য-সপ্তাহ' উপলক্ষে আমাদের সংস্থা Murshidabad Wildlife Federation এর পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি গৃহীত হয়েছিল। উক্ত সময়ের মধ্যে আমরা রাধার ঘাট ও গোপাল ঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথীর নদীর তীরে ১৭ টি চারাগাছ এবং লালবাগের নবাব বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রাঙ্গণে, সর্ব মোট ৩৪ টি চারাগাছ লাগানো হয়।
কিন্তু Covid-19 মোকাবিলার বিধিনিষেধকে মান্যতা দিয়ে আমাদের কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছিল। পূর্বের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপযুক্ত সময় হোম কোয়ারেন্টিন এ থেকে পুনরায় আজ, ২২ শে আগস্ট, বহরমপুর Laldighi Rental Housing এ মোট ১০টি চারাগাছ লাগায় ও পূর্বের ন্যায় বেড়াজাল দিয়ে সুরক্ষা প্রদান করা হয়।
আজ আমাদের এই কর্মসূচিতে বেশ কয়েকজন স্থানীয় পরিবেশ প্রেমী বন্ধুদের সক্রিয় সাহায্য পেয়েছি, যাদের সাহায্য আমাদের অতিরিক্ত প্রেরণা প্রদান করেছে। আমরা এই সংস্থার পক্ষ থেকে তাদের প্রতি চির কৃতজ্ঞ। আমরা তাদের কেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
১৫ ই সেপ্টেম্বর, চতুর্থ পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো আমাদের সংস্থা Murshidabad Wildlife Federation. গোড়াবাজার-রানীপুকুর সংলগ্ন এলাকায় আজ ৮ টি চারাগাছ লাগানো হয় এবং তার সুরক্ষা প্রদানকারী বেড়াজাল লাগানো হয়। অনেক সহৃদয় ব্যক্তিকেই পেয়ে থাকি আমাদের পাশে। আজকে আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ ভাগ করে নিয়েছিলেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক শ্রী শুভাশিস মণ্ডল মহাশয়। তাকে আমরা জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
করোনা মোকাবিলার বিধিনিষেধ ও হোম কোয়ারেন্টিন রীতি মেনে এই কর্মসূচি পালন করার জন্য আমাদের সম্পূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন কিছুটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আপাতত কয়েক দিনের অপেক্ষা। তারপর আবার করা হবে পরবর্তী পর্যায়ের বৃক্ষরোপণ। আমাদের সঙ্গে থাকুন ও প্রকৃতিকে ভালোবাসুন।
২৮শে সেপ্টেম্বর ২০২০, Murshidabad Wildlife Federation-পক্ষ থেকে পঞ্চম পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বহরমপুরের কাজী নজ্রুল সরণীর পাশ দিয়ে খাগড়া সংলগ্ন এলাকায় সবুজ সংঘ সেবা সমিতির ক্রীড়াঙ্গন-এর সামনে আজ ৮ টি চারাগাছ লাগানো হয় এবং সৈদাবাদ পৌর অবৈতনিক বিদ্যালয়-এর মাঠে ২টি চারাগাছ রোপণ করা হয় এবং তার সুরক্ষা প্রদানকারী বেড়াজাল লাগানো হয়।
করোনা মোকাবিলার বিধিনিষেধ মেনে এই কর্মসূচি পালন করার জন্য আমাদের সম্পূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন কিছুটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আমরা আমাদের সম্পূর্ণ কর্মসূচী সমাপ্ত করে ফেলব। ‘’একটি গাছ অনেক প্রাণ’’ তাই আসুন আমরা পরিবেশ রক্ষার্থে গাছ লাগাই ও গাছ বাঁচাই।
২৯শে সেপ্টেম্বর ২০২০, Murshidabad Wildlife Federation- এর পক্ষ থেকে ষষ্ঠ পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বহরমপুরের পদ্মা আবাসনে 10টি চারাগাছ রোপণ করা হয় এবং তার সুরক্ষা প্রদানকারী বেড়াজাল লাগানো হয়।
‘’একটি গাছ অনেক প্রাণ’’ তাই আসুন আমরা পরিবেশ রক্ষার্থে গাছ লাগাই ও গাছ বাঁচাই।
দুর্ভাগ্যবশত ক্রমবর্ধমান Covid-19 case এর কথা মাথায় রেখে করোনা মোকাবিলার বিধিনিষেধকে মান্যতা দিয়ে, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমাদের কর্মসূচি আবার উপযুক্ত সাবধানতা অবলম্বন করে শুরু করা হবে।
এমতাবস্থায় আপনারা বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। বিশেষ প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বেরোবেন না। সামাজিক দুরত্ব মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। আশা রাখছি বহরমপুর করোনা-কে জয় করে আবার পুরোনো ছন্দে ফিরে আসবে। আপাতত সুকান্ত ভট্টাচার্যের "ছাড়পত্র" কবিতার শেষের কয়েক লাইন হয়ে উঠুক আমাদের প্রতিজ্ঞা-
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।'
