top of page

Webinars

November 2020

Poster.jpg

Ganga River Dolphin Day  উদযাপনের লক্ষ‍্যমাত্রা রেখে আগামী দিনে একগুচ্ছ কর্মসূচি আনতে চলছে MWF. এবং তা হয়েছিল এই Online Webinar দিয়ে।
গঙ্গা নদীর শুশুক (Ganges River Dolphin) (বৈজ্ঞানিক নাম: Platanista gangetica gangetica) হচ্ছে ভারত, বাংলাদেশ, ও নেপালে প্রাপ্ত স্বাদু জলের শুশুক বা ডলফিনের একটি প্রজাতি। এই শুশুক প্রজাতি প্রাথমিকভাবে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী ও বাংলাদেশ ও নেপালে প্রবাহিত তাদের শাখানদীগুলোতে দেখা যায়। বাংলাদেশে পদ্মা নদীতে গঙ্গা নদী শুশুকের অস্তিত্ব খুব কম হলেও মাঝে মাঝে তা দেখা যায়। ভারত সরকার গঙ্গা নদী শুশুককে জাতীয় জলচর প্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
It is protected under the Indian Wildlife Act. They are listed by the IUCN as endangered on their Red List of Threatened Species. এবং বর্তমানে তারা মানুষের নানান কার্যকলাপে কিভাবে ক্ষতিগ্রস্ত তা আমরা প্রত‍্যেকেই কমবেশি জানি। তাই তাদের সংরক্ষণ করার উপায় নিয়ে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ‍্যে এর Webinar-এ বক্তব্য রেখেছিলেন "Endangered Species Recovery Programme CAMPA- Ganges River Dolphin" এর সঙ্গে যুক্ত Wildlife Institute of India-এর Project Fellow Mr. Kanad Roy. পাশাপাশি তিনি Wildlife নিয়ে Career কিভাবে গড়তে হয় তার পথ প্রর্দশন ও করেছিলেন।

August 2020

Poster.jpg

পাখি তো আমরা সবাইই কমবেশি ভালোবাসি, দিন শুরু হয় কাক-শালিক দেখা থেকে আর শেষ হয় পেঁচা কিংবা রাতচরার ডাক শুনে। দেখি তো প্রতিদিনই কখনও উদ্দেশ্যহীন ভাবে বা কখনও উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমরা এই পাখি দেখার নেশা যদি একটু বিজ্ঞানসম্মত উপায়ে করতে পারি তাতে যেমন জ্ঞান লাভও হয় তেমন মনেও আসে তৃপ্তি; এবং হয়তো অজান্তেই করে ফেলতে পারি আমাদের পরিবেশেরও উপকার।
তাই এই পাখি দেখা, তার কিছু বৈজ্ঞানিক উপায় এবং সর্বোপরি তাতে আমরা আমাদের মুঠোফোনটিকে কিভাবে কাজে লাগাতে পারি তা নিয়ে একটি খুবই মনোগ্ৰাহী Online Webinar এর আয়োজন করা হয়েছিল, ২৫ শে আগস্ট  ২০২০ সকাল ১১টায়, "WINGS" নামক এক প্রকৃতিপ্রেমী সংস্থার শ্রদ্ধেয় সভাপতি Mr. Sagar Adhurya আমাদের সকলের সামনে উপস্থিত ছিলেন "Birding, Citizen Science & Mobile Phone" বিষয়ক Webinar-টি তে।
একটি মাত্র ঘন্টা সময় হাতে নিয়ে আসুন, আশা করছি নিরাশ হবেন না, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পাখি দেখতে শিখবেন, জানবেন আর ভালোবাসবেন।
উক্ত Webinar টি আয়োজিত হয়েছিল Google Meet এর মারফত। 

June 2020

Poster.jpg
bottom of page