top of page

Online Events

“কচ্ছপ”-  এই প্রাণীটি আমাদের লোক-সংস্কৃতি এবং পরিবেশের বাস্তুতন্ত্রের উপর তার গুরুত্বের ছাপ রেখে এসেছে বরাবর চিরকাল ধরে। বর্তমানে মনুষ্যসৃষ্ট বা মনুষ্যকর্তৃক বিভিন্ন কাজ যেমন  - কচ্ছপ শিকার, জলাভূমি ভরাট, জল দূষণ ইত্যাদি কারণে পরিবেশ এবং আমাদের সংস্কৃতিতে অন্যতম ভূমিকা পালনকারী এই প্রাণীটির সংখ্যা দিনপ্রতিদিন ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। এই রকম চলতে থাকলে সেই দিন বেশি দূরে নয়, যেদিন এই প্রাণীটিও থেকে যাবে কেবল মাত্র বইয়ের কিছু পাতায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের তালিকায় আবদ্ধ হয়ে। সেই কারণে বাস্তুতন্ত্রে এই প্রাণীটির গুরুত্ব মানুষকে উপলব্ধি করানোর প্রচেষ্টায় এবং আমাদের জনজীবন ও লোক-সংস্কৃতির অংশ এই প্রাণীটিকে রক্ষা করতে MURSHIDABAD WILDLIFE FEDERATION এর পক্ষ থেকে WORLD TURTLE DAY উপলক্ষে “কচ্ছপ বাঁচাও কর্মসূচি” – এর আয়োজন করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইন আলোচনা সভা , প্রবন্ধ প্রতিযোগিতা সহ আরও নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে,  যার একমাত্র উদ্দেশ্য মানুষের মধ্যে এই প্রাণীটির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই প্রাণীটিকে বিলুপ্তির পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা। 

Event Brochure (Bengali)

Event Brochure (English)

Nature is our greatest teacher.আমাদের চারপাশের বন্য প্রকৃতি-পশুপাখি আমাদের ক্রমাগত কিছু না কিছু শেখাচ্ছেই। আমাদের পূর্বপুরুষরা প্রকৃতির শ্রেণীকক্ষ থেকে এই জ্ঞানকে সংগ্রহ করেছিলেন। রহস্যময়ী প্রকৃতির অফুরন্ত ভান্ডার থেকে জ্ঞান অর্জন করে আমরাও নিজেদের জীবনচর্যাকে আরও উন্নত করে তুলতে পারি। তবে তথাকথিত অত্যাধুনিক মানুষের অধিকাংশই তা দেখতে শুনতে ও অনুভব করতে অপারগ।

তাই মানুষকে তার চারপাশের বন্যজীবন সম্পর্কে আরও বেশী সচেতন ও অবগত করার উদ্দেশ্য নিয়ে Murshidabad Wildlife Federation ( MWF ) পক্ষ থেকে Group-এর Facebook Page- এ  "Wild in Focus" নামক দ্বিমাসিক Photography contest ( /event ) -এর আয়োজন করা হয়।

Final.jpg

আমরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে বাড়ি সাজানোর বিভিন্ন জিনিস খুব সহজেই বানিয়ে ফেলতে পারি , এছাড়াও প্লাস্টিকের ভাঙা বালতি , গামলা ফেলে না দিয়ে তাতে মাটি দিয়ে টব হিসাবে ব্যবহার করতে পারা যায় । আরও অনেক কিছু নতুন নতুন জিনিস বানানো যায় । যদি সবাই প্লাস্টিকের ব্যবহার করা জিনিস ফেলে না দিয়ে এরকম করে কিছু বানাই তাহলে হয়তো কিছুটা পরিমান দূষণ কমাতে পারবো ।

তাই আমাদের MWF এর পক্ষ থেকে একটি ইভেন্ট আয়োজন করা হয়েছিল, যেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্লাস্টিকের পুনরবাবহার সম্পর্কে নতুন নতুন ধারণার পথ দেখিয়েছে ।

আপনারা প্লাস্টিক দিয়ে যেসব জিনিসগুলি বানিয়েছেন এবং #Reuse_Of_Plastic এবং #MWF লিখে আমাদের ফেসবুক পেজ-এ পোস্ট করেছেন , এর ভিত্তিতে আমরা প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বেছে নিয়েছি।

bottom of page